১. কম্পিউটার কী?
উত্তরঃ ইংরেজি “Computer” শব্দটি গ্রিক শব্দ Computer কিংবা ল্যাটিন শব্দ Computer থেকে উদ্ভব হয়। Computer শব্দটির আভিধানিক অর্থ হিসাব বা গণনাকারী যন্ত্র। কম্পিউটার হল এমন এক ইলেট্রনিক যন্ত্র যা বিদ্যুৎ উপস্থিতিতে ব্যবহারকারীর দেওয়া ডাটা (Data) ও নির্দেশ (Instruction)-এর ভিত্তিতে প্রক্রিয়াকরণ করে অতিদ্রুত ফলাফল বা Output প্রদান করে।
২. কম্পিউটারের জনক কে? কেন তাকেঁ কম্পিউটারের জনক বলা হয়?
উত্তরঃ কম্পিউটারের জনকঃ অধ্যাপক চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। জনক বলার কারণঃ ব্যাবেজ এমন একটি যন্ত্রের কথা চিন্তা করেছিলেন, যে যন্ত্রে পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট প্রদান করা হবে। ইনপুট ধারণের জন্য যন্ত্রটিতে থাকবে স্মৃতির ব্যবস্থা, প্রক্রিয়াকরণের জন্য গাণিতিকি অংশ বা মিল (Mill) এবং স্বংয়ক্রিয় আউটপুট মুদ্রণের ব্যবস্থা। তার পরিকল্পিত ‘এ্যানালাইটিক্যান ইঞ্জিন’ এর ধারণাকেই কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
৩. মাইক্রো কম্পিউটারের জনক কে?
উত্তরঃ মাইক্রো কম্পিউটারের জনক এইচ এডওয়ার্ড রবাটর্স। তাঁর ডিজাইনকৃত Altair-880 কে প্রথম মাইক্রোপ্রসেসরভিত্তিক কম্পিউটার বা মাইক্রোকম্পিউটার হিসেবে গন্য করা হয়।
৪. আধুনিক কম্পিউটারের জনক কে? তাকে কেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয়?
উত্তরঃ আধূনিক কম্পিউটারের জনকঃ জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক বলার করণঃ জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউারের জনক বলার কারণ হল তার প্রস্তাব অনুযায়ী আধুনিক কম্পিউটারের অভ্যন্তরীণ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। তার প্রস্তাবগুলো ছিল-(১) কম্পিউটার যন্ত্রের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি প্রয়োগ করা ও (২) কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরেই ডাটা ও নির্বাহ সংকেত মজুদ রাখার ব্যবস্থা করা।
৫. কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কী কী?
উত্তরঃ কম্পিউটার সিস্টেমের প্রধান উপাদানগুলো হল- ১.হার্ডওয়্যাড(Hardware); ২.সফটওয়্যার(Softwar); ৩.ডাটা(Data); ৪.হিউম্যনওয়্যার(Humanware);
৬. প্যাকেজ প্রোগ্রাম কী?
উত্তরঃ ব্যবহারকারীর সুবিধার্থে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য বিভিন্ন নির্দেশনা সংবলিত যে সফটওয়্যার বাজারে পাওয়া যায়, তাই প্যাকেজ প্রোগ্রম। যেমন-MS Word, MS Excel, MS Power Point, Lotus-1-2-3 ইত্যাদি।
৭. সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি মাধ্যকে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার (Software) বলে।
৮. সফটওয়্যার কত প্রকার ও কী কী?
উত্তরঃ সফটওয়্যার প্রধানত দু’প্রকার; যথা- (১)সিস্টেম সফটওয়্যার ও (২)অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
৯. হা্র্ডওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ কম্পিউটারের যেকোনো যন্ত্রাংশকেই হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার সামগ্রী স্পর্শযোগ্য ও দৃশ্যমান। যেমন- মনিটর, কী-বোর্ড, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি।
১০. হার্ডওয়্যারকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়; যথা- (১)ইনপুট ডিভাইস (Input Device), (২)সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU), (৩)আউটপুট ডিভাইস (Output Device)।
১১. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?
উত্তরঃ ব্যবহারিক সম্যা সমাধান বা ডাটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
১২. ফার্মওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ কম্পিউটার তৈরির সময় প্রস্তুতকারক কোম্পানি যেসব প্রোগ্রাম মেমরিতে স্থায়িভাবে সংরক্ষণ করে দেয় এবং ব্যবহারকারী ইচ্ছে করলে যে প্রোগ্রাম পরিবর্তন করতে পারে না, তাকে ফার্মওয়্যার (Firmware) বলে। যেমন-ROM, BIOS।
১৩. হিউম্যনওয়্যার বলতে কী বোঝ?
উত্তরঃ ডাটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডাটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালানো, তথ্য প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সঙ্গে যুক্ত সমস্ত মানুয়কে একসঙ্গে হিউম্যনওয়্যার বলা হয়।
১৪. কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝ?
উত্তরঃ কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকেই বোঝানো হয়ে থাকে। আবিষ্কারের পর হতে কম্পিউটার বিভিন্ন দিক থেকে পরিবর্তিত হতে থাতে এবং কাজের গতি ও আকৃতিগত পরিবর্তন খুব দ্রুত গতিতে ঘটতে থাকে। পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে এক একটি প্রজন্ম (Generation) হিসেবে চিহ্নিত করা হয়।
১৫. ডিজিটাল কম্পিউটার কী?
উত্তরঃ যে কম্পিউটার গানিতিক প্রক্রিয়ায় উপাত্ত গ্রহণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রদর্শন করে তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার।
১৬. কম্পিউটারের এমন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর যা মানুষের মধ্যে অনুপস্থিত।
উত্তরঃ কম্পিউটারের যেসব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে অনুপস্থিত সেগুলো হল- ১.দ্রুত কাজ করার ক্ষমতা; ২.দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা; ৩.কাজের নির্ভুলতা; ৪.বেশি মেমরি ক্ষমতা; ৫.নির্দেশ পালনে যথার্থতা।
১৭. রোবট কী? রোবট নামকরণ কে করেন?
উত্তরঃ ‘রোবট’ শব্দটির বাংলা দাঁড়ায় যন্ত্রমানব। আসলে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি মেশিন যা মানুষের মতো কাজ করতে পারে এবং যেকোনো প্রতিকুল ও ঝুঁকিপুর্ণ পরিবেশে এটি অত্যন্ত দক্ষ ও সফল। রোবটের নামকরণঃ রোবট নামকরণের ক্ষেত্রে চেক নাট্যকার ‘কারেল কাপেক’ সর্বপ্রথম ‘রোবট’ শব্দটির প্রচলন করেন।
১৮. ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কী?
উত্তরঃ যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, একস্থান থেকে অন্যস্থানে প্রেরণ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়, তাকে তথ্য প্রযুক্তি (Information Technology) বলা হয়।
১৯. তথ্য প্রযুক্তির উপাদানগুলো কী কী?
উত্তরঃ তথ্য প্রযুক্তির মৌলিক উপাদান হচ্ছে- ১.কম্পিউটার ও আনুঙ্গিক যন্ত্রপাতি; ২.টেলিফোন; ৩.কম্পিউটিং; ৪.স্যাটেলাইট; ৫.মাইক্রোওয়েভ; ৬.মডেম; ৭.অডিও, ভিডিও ইত্যাদি।
২০. মোবাইল ফোন কী?
উত্তরঃ মোবাইল টেলিফোন হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ভিডাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে দ্বি-মুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়।
২১. মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালী নামক একটি মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা ‘মার্টিন কুপার’ আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন। এজন্য মার্টিন কুপার-কে মোবাইল ফোনের জনক বলা হয়।
২২. ডিজিটাল টেলিফোন কী?
উত্তরঃ বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানের মধ্যে কথোপকথনের যন্ত্রের নামই টেলিফোন। আর ডিজিটাল ইলেকট্রনিক ব্যবহার করে ডিজিটাল টেলিফোন সার্ভিস ও সিস্টেমের সুবিধা সম্বলিত টেলিফোনই ডিজিটাল টেলিফোন।
২৩. কম্পিউটার সিস্টেম কী?
উত্তরঃ অপারেটিং সিস্টেম (সংক্ষেপে OS) হল একগুচ্ছ প্রোগ্রাম যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহ (যেমন-সিপিইউ, ডিস্ক, প্রিন্টার ইত্যাদি) একত্রে নিয়ন্ত্রণ ও ব্যবহারের মাধ্যমে ডাটা প্রসেস করে।
২৪. কমান্ড বেজড বা টেক্সট বেজড বা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কী?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে হয় তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। যেমন- MS DOS, PC-DOS, Unix, Linus ইত্যাদি।
২৫. GUI অপারেটিং সিস্টেম বলতে কী বুঝ?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেনু (Pull down Menu) ব্যবহার করে ব্যবহারকারী তার প্রয়োজনীয় সকল কাজের নির্দেশ দিতে পারে, তাকে Graphical User Interface-GUI বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলে।
২৬. সুপারভাইজার প্রোগ্রাম কী?
উত্তরঃ যে প্রোগ্রাম কম্পিউটারের বিভিন্ন কাজের তদারকি করে থাকে, তাকে সুপারভাইজার প্রোগ্রাম বলে।
২৭. সোয়াপিং বলতে কী বোঝ?
উত্তরঃ প্রোগ্রাম নির্বাহকালে কোনো অংশ(সেগমেন্ট) রিয়েল স্টোরেজে থাকা অবস্থায় কাজ সম্পন্ন করার পর ঐ প্রোগ্রাম সেগমেন্টকে রিয়েল স্টোরেজ হতে ভারচুয়াল স্টোরেজ হতে রিয়েল স্টোরেজে নিয়ে আসে। এ স্থানান্তর প্রক্রিয়াকে সোয়াপিং বলে।
২৮. টাইম স্লাইস/শেয়ারিং কী?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত কয়েকটি কম্পিউটারের ব্যবহারকারীর এক সঙ্গে কাজ করার জন্য টাইম শেয়ার করে নেয়, তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে।
২৯. Open Source এবং Proprietary অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ?
উত্তরঃ Open Source অপারেটিং সিস্টেমঃ যেসব অপারেটিং সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে ফ্রি বা বিনামূল্যে বিতরণ করা হয় এবং যাদের সোর্স কোড উন্মুক্ত থাকে সে সকল অপারেটিং সিস্টেমকে Open Source অপারেটিং সিস্টেম বলে। Proprietary অপারেটিং সিস্টেমঃ যেসব অপারেটিং সিস্টেম কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিজে তৈরি করে, উন্নয়ন করে এবং প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনার বাজারজাত করা হয় সেসব অপারেটিং সিস্টেমকে Proprietary অপারেটিং সিস্টেম বলে।
৩০. মাইক্রোপ্রসেসর কী?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর হল একক VLSI (Very Large Scale Intergration)সিলিকন চিপ (Chip)।
উত্তরঃ ইংরেজি “Computer” শব্দটি গ্রিক শব্দ Computer কিংবা ল্যাটিন শব্দ Computer থেকে উদ্ভব হয়। Computer শব্দটির আভিধানিক অর্থ হিসাব বা গণনাকারী যন্ত্র। কম্পিউটার হল এমন এক ইলেট্রনিক যন্ত্র যা বিদ্যুৎ উপস্থিতিতে ব্যবহারকারীর দেওয়া ডাটা (Data) ও নির্দেশ (Instruction)-এর ভিত্তিতে প্রক্রিয়াকরণ করে অতিদ্রুত ফলাফল বা Output প্রদান করে।
২. কম্পিউটারের জনক কে? কেন তাকেঁ কম্পিউটারের জনক বলা হয়?
উত্তরঃ কম্পিউটারের জনকঃ অধ্যাপক চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। জনক বলার কারণঃ ব্যাবেজ এমন একটি যন্ত্রের কথা চিন্তা করেছিলেন, যে যন্ত্রে পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট প্রদান করা হবে। ইনপুট ধারণের জন্য যন্ত্রটিতে থাকবে স্মৃতির ব্যবস্থা, প্রক্রিয়াকরণের জন্য গাণিতিকি অংশ বা মিল (Mill) এবং স্বংয়ক্রিয় আউটপুট মুদ্রণের ব্যবস্থা। তার পরিকল্পিত ‘এ্যানালাইটিক্যান ইঞ্জিন’ এর ধারণাকেই কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।
৩. মাইক্রো কম্পিউটারের জনক কে?
উত্তরঃ মাইক্রো কম্পিউটারের জনক এইচ এডওয়ার্ড রবাটর্স। তাঁর ডিজাইনকৃত Altair-880 কে প্রথম মাইক্রোপ্রসেসরভিত্তিক কম্পিউটার বা মাইক্রোকম্পিউটার হিসেবে গন্য করা হয়।
৪. আধুনিক কম্পিউটারের জনক কে? তাকে কেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয়?
উত্তরঃ আধূনিক কম্পিউটারের জনকঃ জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক বলার করণঃ জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউারের জনক বলার কারণ হল তার প্রস্তাব অনুযায়ী আধুনিক কম্পিউটারের অভ্যন্তরীণ স্থাপত্য নির্মাণ করা হয়েছে। তার প্রস্তাবগুলো ছিল-(১) কম্পিউটার যন্ত্রের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি প্রয়োগ করা ও (২) কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরেই ডাটা ও নির্বাহ সংকেত মজুদ রাখার ব্যবস্থা করা।
৫. কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কী কী?
উত্তরঃ কম্পিউটার সিস্টেমের প্রধান উপাদানগুলো হল- ১.হার্ডওয়্যাড(Hardware); ২.সফটওয়্যার(Softwar); ৩.ডাটা(Data); ৪.হিউম্যনওয়্যার(Humanware);
৬. প্যাকেজ প্রোগ্রাম কী?
উত্তরঃ ব্যবহারকারীর সুবিধার্থে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য বিভিন্ন নির্দেশনা সংবলিত যে সফটওয়্যার বাজারে পাওয়া যায়, তাই প্যাকেজ প্রোগ্রম। যেমন-MS Word, MS Excel, MS Power Point, Lotus-1-2-3 ইত্যাদি।
৭. সফটওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি মাধ্যকে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার (Software) বলে।
৮. সফটওয়্যার কত প্রকার ও কী কী?
উত্তরঃ সফটওয়্যার প্রধানত দু’প্রকার; যথা- (১)সিস্টেম সফটওয়্যার ও (২)অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
৯. হা্র্ডওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ কম্পিউটারের যেকোনো যন্ত্রাংশকেই হার্ডওয়্যার বলা হয়। হার্ডওয়্যার সামগ্রী স্পর্শযোগ্য ও দৃশ্যমান। যেমন- মনিটর, কী-বোর্ড, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি।
১০. হার্ডওয়্যারকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায়; যথা- (১)ইনপুট ডিভাইস (Input Device), (২)সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU), (৩)আউটপুট ডিভাইস (Output Device)।
১১. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?
উত্তরঃ ব্যবহারিক সম্যা সমাধান বা ডাটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
১২. ফার্মওয়্যার বলতে কী বুঝ?
উত্তরঃ কম্পিউটার তৈরির সময় প্রস্তুতকারক কোম্পানি যেসব প্রোগ্রাম মেমরিতে স্থায়িভাবে সংরক্ষণ করে দেয় এবং ব্যবহারকারী ইচ্ছে করলে যে প্রোগ্রাম পরিবর্তন করতে পারে না, তাকে ফার্মওয়্যার (Firmware) বলে। যেমন-ROM, BIOS।
১৩. হিউম্যনওয়্যার বলতে কী বোঝ?
উত্তরঃ ডাটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডাটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালানো, তথ্য প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সঙ্গে যুক্ত সমস্ত মানুয়কে একসঙ্গে হিউম্যনওয়্যার বলা হয়।
১৪. কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝ?
উত্তরঃ কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকেই বোঝানো হয়ে থাকে। আবিষ্কারের পর হতে কম্পিউটার বিভিন্ন দিক থেকে পরিবর্তিত হতে থাতে এবং কাজের গতি ও আকৃতিগত পরিবর্তন খুব দ্রুত গতিতে ঘটতে থাকে। পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে এক একটি প্রজন্ম (Generation) হিসেবে চিহ্নিত করা হয়।
১৫. ডিজিটাল কম্পিউটার কী?
উত্তরঃ যে কম্পিউটার গানিতিক প্রক্রিয়ায় উপাত্ত গ্রহণ ও বিশ্লেষণ করে ফলাফল প্রদর্শন করে তাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার।
১৬. কম্পিউটারের এমন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর যা মানুষের মধ্যে অনুপস্থিত।
উত্তরঃ কম্পিউটারের যেসব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে অনুপস্থিত সেগুলো হল- ১.দ্রুত কাজ করার ক্ষমতা; ২.দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা; ৩.কাজের নির্ভুলতা; ৪.বেশি মেমরি ক্ষমতা; ৫.নির্দেশ পালনে যথার্থতা।
১৭. রোবট কী? রোবট নামকরণ কে করেন?
উত্তরঃ ‘রোবট’ শব্দটির বাংলা দাঁড়ায় যন্ত্রমানব। আসলে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি মেশিন যা মানুষের মতো কাজ করতে পারে এবং যেকোনো প্রতিকুল ও ঝুঁকিপুর্ণ পরিবেশে এটি অত্যন্ত দক্ষ ও সফল। রোবটের নামকরণঃ রোবট নামকরণের ক্ষেত্রে চেক নাট্যকার ‘কারেল কাপেক’ সর্বপ্রথম ‘রোবট’ শব্দটির প্রচলন করেন।
১৮. ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কী?
উত্তরঃ যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, একস্থান থেকে অন্যস্থানে প্রেরণ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়, তাকে তথ্য প্রযুক্তি (Information Technology) বলা হয়।
১৯. তথ্য প্রযুক্তির উপাদানগুলো কী কী?
উত্তরঃ তথ্য প্রযুক্তির মৌলিক উপাদান হচ্ছে- ১.কম্পিউটার ও আনুঙ্গিক যন্ত্রপাতি; ২.টেলিফোন; ৩.কম্পিউটিং; ৪.স্যাটেলাইট; ৫.মাইক্রোওয়েভ; ৬.মডেম; ৭.অডিও, ভিডিও ইত্যাদি।
২০. মোবাইল ফোন কী?
উত্তরঃ মোবাইল টেলিফোন হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ভিডাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে দ্বি-মুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়।
২১. মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালী নামক একটি মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা ‘মার্টিন কুপার’ আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন। এজন্য মার্টিন কুপার-কে মোবাইল ফোনের জনক বলা হয়।
২২. ডিজিটাল টেলিফোন কী?
উত্তরঃ বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানের মধ্যে কথোপকথনের যন্ত্রের নামই টেলিফোন। আর ডিজিটাল ইলেকট্রনিক ব্যবহার করে ডিজিটাল টেলিফোন সার্ভিস ও সিস্টেমের সুবিধা সম্বলিত টেলিফোনই ডিজিটাল টেলিফোন।
২৩. কম্পিউটার সিস্টেম কী?
উত্তরঃ অপারেটিং সিস্টেম (সংক্ষেপে OS) হল একগুচ্ছ প্রোগ্রাম যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহ (যেমন-সিপিইউ, ডিস্ক, প্রিন্টার ইত্যাদি) একত্রে নিয়ন্ত্রণ ও ব্যবহারের মাধ্যমে ডাটা প্রসেস করে।
২৪. কমান্ড বেজড বা টেক্সট বেজড বা বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কী?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে হয় তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। যেমন- MS DOS, PC-DOS, Unix, Linus ইত্যাদি।
২৫. GUI অপারেটিং সিস্টেম বলতে কী বুঝ?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেনু (Pull down Menu) ব্যবহার করে ব্যবহারকারী তার প্রয়োজনীয় সকল কাজের নির্দেশ দিতে পারে, তাকে Graphical User Interface-GUI বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম বলে।
২৬. সুপারভাইজার প্রোগ্রাম কী?
উত্তরঃ যে প্রোগ্রাম কম্পিউটারের বিভিন্ন কাজের তদারকি করে থাকে, তাকে সুপারভাইজার প্রোগ্রাম বলে।
২৭. সোয়াপিং বলতে কী বোঝ?
উত্তরঃ প্রোগ্রাম নির্বাহকালে কোনো অংশ(সেগমেন্ট) রিয়েল স্টোরেজে থাকা অবস্থায় কাজ সম্পন্ন করার পর ঐ প্রোগ্রাম সেগমেন্টকে রিয়েল স্টোরেজ হতে ভারচুয়াল স্টোরেজ হতে রিয়েল স্টোরেজে নিয়ে আসে। এ স্থানান্তর প্রক্রিয়াকে সোয়াপিং বলে।
২৮. টাইম স্লাইস/শেয়ারিং কী?
উত্তরঃ যে অপারেটিং সিস্টেমে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত কয়েকটি কম্পিউটারের ব্যবহারকারীর এক সঙ্গে কাজ করার জন্য টাইম শেয়ার করে নেয়, তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে।
২৯. Open Source এবং Proprietary অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ?
উত্তরঃ Open Source অপারেটিং সিস্টেমঃ যেসব অপারেটিং সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে ফ্রি বা বিনামূল্যে বিতরণ করা হয় এবং যাদের সোর্স কোড উন্মুক্ত থাকে সে সকল অপারেটিং সিস্টেমকে Open Source অপারেটিং সিস্টেম বলে। Proprietary অপারেটিং সিস্টেমঃ যেসব অপারেটিং সিস্টেম কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিজে তৈরি করে, উন্নয়ন করে এবং প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনার বাজারজাত করা হয় সেসব অপারেটিং সিস্টেমকে Proprietary অপারেটিং সিস্টেম বলে।
৩০. মাইক্রোপ্রসেসর কী?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর হল একক VLSI (Very Large Scale Intergration)সিলিকন চিপ (Chip)।
৩১. মাইক্রোপ্রসেসর কিভাবে তৈরি করা হয়?
উত্তরঃ মাইক্রোকম্পিউটারের সি.পি.ইউ. (গানিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশ) ও ইন্টারনাল ডেটা স্টোরেজ রেজিস্টারকে VLSI প্রযুক্তির মাধ্যমে একীভূত করে তৈরি করা হয় মাইক্রোপ্রসেসর।
৩২. মাইক্রোপ্রসেসরের মূল উপাদান কী কী?
উত্তরঃ মাইক্রোপ্রসেসরের মূল উপাদান হল ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর। এসব উপাদানের সমন্বয়ে তৈরি করা হয় চিপ (Chip)।
৩৩. অর্ধপরিবাহী স্মৃতি বা মেমরি কী?
উত্তরঃ যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ বা চার্জ আংশিকভাবে চলাচল করতে পারে তাকে অর্ধ পরিবাহী বলে। আর এ অর্ধপরিবাহী বস্তু দিয়ে যে মেমরি তৈরি করা হয় তাকে অর্ধ পরিবাহী মেমরি বলে।
৩৪. স্মৃতি বা মেমরি কী? কত প্রকার ও কী কী?
উত্তরঃ কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানকে কম্পিউটারের ভাষায় Memory বা স্মৃতি বলে। মেমরি ২ প্রকার। যথা- রম ও র্যাম।
৩৫. কম্পিউটারে কয় ধরনর স্মৃতি আছে?
উত্তরঃ কম্পিউটারে তিন ধরনের স্মৃতি আছেঃ- ক) প্রধান স্মৃতি(Main Memory) খ) সহায়ক স্মৃতি(Scondary Memory) গ) ক্যাশ মেমরি(Cache Memory)
৩৬. ক্যাশ মেমরি কী?
উত্তরঃ সি.পি.ইউ(CPU)-এর প্রসেসিং গতি প্রধান মেমরির গতি থেকে বেশি হয়ে থাকে যার ফলে ডাটা আদান-প্রদানে অসামঞ্জস্যের সৃষ্টি হয়। আর এ অসামঞ্জস্য দূর করার জন্য প্রসেসর ও প্রধান মেমরির মাঝখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাই ক্যাশ মেমরি।
৩৭. ভারচুয়াল মেমরি কী?
উত্তরঃ আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে সহায়ক মেমরির ফাঁকা স্থানকে প্রধান মেমরির অংশ হিসেবে ব্যবহার করতে পারে। এ ব্যবস্থাকে ভারচুয়াল মেমরি বলে।
৩৮. RAM ও ROM কী?
উত্তরঃ র্যাম(RAM): সিলিকন পদার্থের চিপ দিয়ে যে মেমরি তৈরি করা হয় তাকে RAM বলে। RAM হচ্ছে অস্থায়ী মেমরি। রম(ROM): যে মেমরি স্থায়ী, যার কোনো তথ্য পরিবর্তন পরিবর্ধন, সংশোধন করা যায় না এবং যে মেমরি থেকে বিভিন্ন ধরনের তথ্য, সংবাদ পড়া যায়, বিদ্যুত চলে গেলেও যে মেমরি মুছে যায় না, তাকে ROM বা স্থায়ী মেমরি বলে।
৩৯. PROM কী?
উত্তরঃ পিরম: PROM এর পূর্ণরূপ হল Programmable Read Only Memory। PROM প্রোগ্রামারেরা চৌম্বক ডিস্ক অথবা ম্যাগনেটিক টেপে সংরক্ষিত প্রোগ্রাম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে PROM প্রোগ্রাম করে দেয়। একবার লেখা নির্দেশ বহুবার ব্যবহার করা যায়, কিন্তু কোনো ধরনের অপারেটিং করা যায় না।
৪০. বাইট কী?
উত্তরঃ আটটি বিট নিয়ে এক বাইট Byte গঠিত হয়। এরূপ ৮ বিটের কোড বা ১ বাইট দিয়ে যেকোনো বর্ণ অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। কয়েকটি বিটের সমষ্টিকে একসাথে বাইনারি শব্দ বলা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
৪১. বিট কী?
উত্তরঃ বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ থেকে ১ কে বিট Bit বলে। ইংরেটি ‘Binary’ শব্দটির Bi এবং ‘digit’ শব্দটির t অক্ষরের সমন্বয়ে ‘Bit’ শব্দটি গঠিত।
৪২. কম্পিউটার বাস বলতে কী বোঝ?
উত্তরঃ কম্পিউটার বাস এক ধরনের পরিবাহক যা তথ্য পরিবহন করে। মাইক্রোপ্রসেসর এবং কম্পিউটারের অন্যান্য সাংগঠনিক উপাদানের মধ্যে উপাত্তের আদান-প্রদান এবং নিয়ন্ত্রণ অংশ থেকে নিয়ন্ত্রক সংকেত প্রেরণ-গ্রহণের জন্য যে তারের সমষ্টি সজ্জিত থাকে তাকে বাস বা সিস্টেম বাস বলা হয়।
৪৩. মাইক্রোসফট অফিস কী?
উত্তরঃ কতকগুলো স্বয়ংসম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সমন্বয়ের মাইক্রোসফট অফিস গঠিত। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস হচ্ছে উক্ত প্যাকেজসমূহের এ যাবত কালের সর্বশেষ ভার্সন।
৪৪. মাইক্রোসফট ওয়ার্ড কী?
উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
৪৫. মাইক্রোসফট এক্সেল কী?
উত্তরঃ মাইক্রোসফট এক্সেল যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি জনপ্রিয় স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে সাধারণত ২৫৬টি কলাম, ৬৫৫৩৬টি সারি এবং ৪০ লক্ষাধিক সেল বা ঘর থাকে।
৪৬. মাইক্রোসফট এক্সেস কী?
উত্তরঃ মাইক্রোসফট এক্সেস হল মাইক্রোসফট কর্পোরেশনের একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ প্রোগ্রাম। এর সাহায্যে ডাটাবেজ তৈরি, ডাটা এন্ট্রি, ডাটা সংরক্ষণ, কুয়েরি তৈরি, রিপোর্ট তৈরি করা সহ ডাটাবেজের জন্য প্রোগ্রাম তৈরি করা যায়। রিপোর্টে পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়।
৪৭. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী?
উত্তরঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি স্বয়ংসম্পূর্ণ প্রেজেন্টেশন ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এ প্রোগ্রামটি ব্যবহার করে সুন্দর সুন্দর স্নাইড রিপোর্ট প্রজেক্ট স্টেটাস, বিজনেস প্লান বিজ্ঞাপন এনিমেশন ইত্যাদি তৈরি করা যায়।
৪৮. প্রেজেন্টেশন কী?
উত্তরঃ একটি পাওয়ার-পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন ফাইলে হ্যান্ড আউট, স্পিকারনোট, আউটলাইন ইত্যাদি থাকতে পারে। অর্থ্য্ত স্লাইড, হ্যান্ড আউট, স্পিকারনোট, আউটলাইন ইত্যাদির সমন্বিত অবস্থানকে প্রেজেন্টেশন অভিহিত করা যায়।
৪৯. ওপেন অফিস কী?
উত্তরঃ ওপেন অফিস একটি অফিস অ্যাপ্লিকেশন স্যুইট। এটি একটি ক্রস প্লাটফর্ম অফিস অ্যাপ্লিকেশন স্যুইট যেটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা সম্ভব।
৫০. অফিস অটোমেশনে ব্যবহৃত কয়েকটি প্যাকেজ সফটওয়্যারের নাম লেখ।
উত্তরঃ অফিস অটোমেশনে ব্যবহৃত প্যাকেজ সফটওয়্যারগুলো হল- ১.ওয়ার্ড প্রসেসিং, ২.ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ৩.স্প্রেডশিট অ্যানালাইসিস, ৪.গ্রাফিক্স প্যাকেজ ইত্যাদি।
উত্তরঃ মাইক্রোকম্পিউটারের সি.পি.ইউ. (গানিতিক যুক্তি অংশ এবং নিয়ন্ত্রণ অংশ) ও ইন্টারনাল ডেটা স্টোরেজ রেজিস্টারকে VLSI প্রযুক্তির মাধ্যমে একীভূত করে তৈরি করা হয় মাইক্রোপ্রসেসর।
৩২. মাইক্রোপ্রসেসরের মূল উপাদান কী কী?
উত্তরঃ মাইক্রোপ্রসেসরের মূল উপাদান হল ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর। এসব উপাদানের সমন্বয়ে তৈরি করা হয় চিপ (Chip)।
৩৩. অর্ধপরিবাহী স্মৃতি বা মেমরি কী?
উত্তরঃ যে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ বা চার্জ আংশিকভাবে চলাচল করতে পারে তাকে অর্ধ পরিবাহী বলে। আর এ অর্ধপরিবাহী বস্তু দিয়ে যে মেমরি তৈরি করা হয় তাকে অর্ধ পরিবাহী মেমরি বলে।
৩৪. স্মৃতি বা মেমরি কী? কত প্রকার ও কী কী?
উত্তরঃ কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য নির্ধারিত স্থানকে কম্পিউটারের ভাষায় Memory বা স্মৃতি বলে। মেমরি ২ প্রকার। যথা- রম ও র্যাম।
৩৫. কম্পিউটারে কয় ধরনর স্মৃতি আছে?
উত্তরঃ কম্পিউটারে তিন ধরনের স্মৃতি আছেঃ- ক) প্রধান স্মৃতি(Main Memory) খ) সহায়ক স্মৃতি(Scondary Memory) গ) ক্যাশ মেমরি(Cache Memory)
৩৬. ক্যাশ মেমরি কী?
উত্তরঃ সি.পি.ইউ(CPU)-এর প্রসেসিং গতি প্রধান মেমরির গতি থেকে বেশি হয়ে থাকে যার ফলে ডাটা আদান-প্রদানে অসামঞ্জস্যের সৃষ্টি হয়। আর এ অসামঞ্জস্য দূর করার জন্য প্রসেসর ও প্রধান মেমরির মাঝখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাই ক্যাশ মেমরি।
৩৭. ভারচুয়াল মেমরি কী?
উত্তরঃ আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে সহায়ক মেমরির ফাঁকা স্থানকে প্রধান মেমরির অংশ হিসেবে ব্যবহার করতে পারে। এ ব্যবস্থাকে ভারচুয়াল মেমরি বলে।
৩৮. RAM ও ROM কী?
উত্তরঃ র্যাম(RAM): সিলিকন পদার্থের চিপ দিয়ে যে মেমরি তৈরি করা হয় তাকে RAM বলে। RAM হচ্ছে অস্থায়ী মেমরি। রম(ROM): যে মেমরি স্থায়ী, যার কোনো তথ্য পরিবর্তন পরিবর্ধন, সংশোধন করা যায় না এবং যে মেমরি থেকে বিভিন্ন ধরনের তথ্য, সংবাদ পড়া যায়, বিদ্যুত চলে গেলেও যে মেমরি মুছে যায় না, তাকে ROM বা স্থায়ী মেমরি বলে।
৩৯. PROM কী?
উত্তরঃ পিরম: PROM এর পূর্ণরূপ হল Programmable Read Only Memory। PROM প্রোগ্রামারেরা চৌম্বক ডিস্ক অথবা ম্যাগনেটিক টেপে সংরক্ষিত প্রোগ্রাম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে PROM প্রোগ্রাম করে দেয়। একবার লেখা নির্দেশ বহুবার ব্যবহার করা যায়, কিন্তু কোনো ধরনের অপারেটিং করা যায় না।
৪০. বাইট কী?
উত্তরঃ আটটি বিট নিয়ে এক বাইট Byte গঠিত হয়। এরূপ ৮ বিটের কোড বা ১ বাইট দিয়ে যেকোনো বর্ণ অক্ষর বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। কয়েকটি বিটের সমষ্টিকে একসাথে বাইনারি শব্দ বলা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।
৪১. বিট কী?
উত্তরঃ বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ থেকে ১ কে বিট Bit বলে। ইংরেটি ‘Binary’ শব্দটির Bi এবং ‘digit’ শব্দটির t অক্ষরের সমন্বয়ে ‘Bit’ শব্দটি গঠিত।
৪২. কম্পিউটার বাস বলতে কী বোঝ?
উত্তরঃ কম্পিউটার বাস এক ধরনের পরিবাহক যা তথ্য পরিবহন করে। মাইক্রোপ্রসেসর এবং কম্পিউটারের অন্যান্য সাংগঠনিক উপাদানের মধ্যে উপাত্তের আদান-প্রদান এবং নিয়ন্ত্রণ অংশ থেকে নিয়ন্ত্রক সংকেত প্রেরণ-গ্রহণের জন্য যে তারের সমষ্টি সজ্জিত থাকে তাকে বাস বা সিস্টেম বাস বলা হয়।
৪৩. মাইক্রোসফট অফিস কী?
উত্তরঃ কতকগুলো স্বয়ংসম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সমন্বয়ের মাইক্রোসফট অফিস গঠিত। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস হচ্ছে উক্ত প্যাকেজসমূহের এ যাবত কালের সর্বশেষ ভার্সন।
৪৪. মাইক্রোসফট ওয়ার্ড কী?
উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম।
৪৫. মাইক্রোসফট এক্সেল কী?
উত্তরঃ মাইক্রোসফট এক্সেল যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি জনপ্রিয় স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে সাধারণত ২৫৬টি কলাম, ৬৫৫৩৬টি সারি এবং ৪০ লক্ষাধিক সেল বা ঘর থাকে।
৪৬. মাইক্রোসফট এক্সেস কী?
উত্তরঃ মাইক্রোসফট এক্সেস হল মাইক্রোসফট কর্পোরেশনের একটি শক্তিশালী রিলেশনাল ডাটাবেজ প্রোগ্রাম। এর সাহায্যে ডাটাবেজ তৈরি, ডাটা এন্ট্রি, ডাটা সংরক্ষণ, কুয়েরি তৈরি, রিপোর্ট তৈরি করা সহ ডাটাবেজের জন্য প্রোগ্রাম তৈরি করা যায়। রিপোর্টে পছন্দমতো গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়।
৪৭. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী?
উত্তরঃ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি স্বয়ংসম্পূর্ণ প্রেজেন্টেশন ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এ প্রোগ্রামটি ব্যবহার করে সুন্দর সুন্দর স্নাইড রিপোর্ট প্রজেক্ট স্টেটাস, বিজনেস প্লান বিজ্ঞাপন এনিমেশন ইত্যাদি তৈরি করা যায়।
৪৮. প্রেজেন্টেশন কী?
উত্তরঃ একটি পাওয়ার-পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন ফাইলে হ্যান্ড আউট, স্পিকারনোট, আউটলাইন ইত্যাদি থাকতে পারে। অর্থ্য্ত স্লাইড, হ্যান্ড আউট, স্পিকারনোট, আউটলাইন ইত্যাদির সমন্বিত অবস্থানকে প্রেজেন্টেশন অভিহিত করা যায়।
৪৯. ওপেন অফিস কী?
উত্তরঃ ওপেন অফিস একটি অফিস অ্যাপ্লিকেশন স্যুইট। এটি একটি ক্রস প্লাটফর্ম অফিস অ্যাপ্লিকেশন স্যুইট যেটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা সম্ভব।
৫০. অফিস অটোমেশনে ব্যবহৃত কয়েকটি প্যাকেজ সফটওয়্যারের নাম লেখ।
উত্তরঃ অফিস অটোমেশনে ব্যবহৃত প্যাকেজ সফটওয়্যারগুলো হল- ১.ওয়ার্ড প্রসেসিং, ২.ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ৩.স্প্রেডশিট অ্যানালাইসিস, ৪.গ্রাফিক্স প্যাকেজ ইত্যাদি।
0 Comments