উপসর্গ মনে রাখার কৌশল

📝 ২১ টি বাংলা উপসর্গ মনে রাখার সহজ সূত্রঃ
প্রিয় সুহাস, {সু} {হা} {স}
আদর {আ} নিবি {নি} {বি}। তুই আমাদের অজপাড়া {অজ} গাঁয়ের আশা ভরসা {ভর} {সা} । রাম ছাগলদের
অনাচার {অনা}, কুকথা {কু}, আড়চোখে {আড়} তাকানোকে পাত্তা দিবিনা। তোর জন্য আবডালের {আব} ঊনপঞ্চশটি {ঊন} পাতিলেবু {পাতি} ও কদবেল {কদ্} পাঠালাম । অচেনা {অ} জায়গায় মন আনচান {আন} করলে খাবি ।
ইতি {ইতি}
অঘারাম {অঘা} {রাম}।

📝 ২০ টি সংস্কৃত উপসর্গ মনে রাখার সহজ সূত্রঃ
(অপি, অপ, প্রতি, অভি, বি, প্র, অতি, উৎ, সু, আ, নি, নির, অব, অধি, সম, দূর, পরা, উপ, অনু, পরি)
মনে রাখার কৌশল:
অপি {অপি} আপুর {অপ} প্রতি {প্রতি} অভি {অভি} ও বিপ্রদাস {বি} {প্র} অতি {অতি} উৎসুক {উৎ}{সু}। তাই আমি {আ} নিরঅবধি {নি}{নির}{অব}{অধি} সমদুরত্ব{সম}{দু} রেখে তার দেয় পড়া {পরা}, উপ {উপ} অনুচ্ছেদ {অনু} পড়িনি {পরি}।

Post a Comment

0 Comments