যেকোনো সংখ্যাকে ৫ দ্বারা গুন করার ট্রিক


কার্যপদ্ধতিঃ
• প্রথমে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করতে হবে৷
• তারপর ভাগফলের ডান দিকে একটি ০ (শূন্য) বসিয়ে দিন, পেয়ে যাবেন ফলাফল৷
তবে, ভাগফল দশমিক সংখ্যা আসলে অতিরিক্ত শূন্য না বসিয়ে দশমিক বাদ দিলেই (মনে করতে হবে) পেয়ে যাবেন ফলাফল৷
উদাহরণঃ
২২৪ কে ৫ দ্বারা গুনঃ
কার্যধারাঃ
২২৪ কে ২ দ্বারা ভাগ করলে ভাগফল হবে ১১২৷ এর শেষে একটি ০ (শূন্য) বসিয়ে দিলে হবে ১১২০৷ মিলিয়ে দেখুন তো হয়েছে কীনা?
এবার আরেকটি উদাহরণ দেখুনঃ
২৭৩ কে ৫ দ্বারা গুনঃ
২৭৩ কে ২ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ১৩৬.৫৷ মনে করুন, দশমিক বাদ৷ তাহলে সংখ্যাটি পাওয়া যাবে ১৩৬৫৷ এবার নিজে চেষ্টা করে দেখুন৷ ২৭৫৬ কে ৫ দ্বারা গুন করলে গুনফল কত হবে? জানিয়ে দিন কমেন্ট এ৷ কেমন লাগলো? ভালো লাগলে অনুপ্রাণিত করে সাথে থাকবেন৷ ধন্যবাদ৷ 