"সেই অস্ত্র" কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য (এইচএসসি)

কবিতা - সেই অস্ত্র

অক্ষরবৃত্ত ছন্দে রচিত
১.অস্ত্র শব্দটি আছে -১৫ বার
২.রং উল্লেখ আছে -১ টা (সবুজ)
৩. স্থান -ট্রয়নগরী
৪."সেই অস্ত্র" বলতে বুঝানো হয়েছে - ভালোবাসা
৫. ভালোবাসা কীসের প্রতিশ্রুতি - সভ্যতার
৬. সেই অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে - আরও সবুজ
৭. সেই অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না- ফসলের মাঠে
৮. সেই অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না- গৃহস্থালি
৯. ভালোবাসা ব্যাপ্ত হলে নক্ষএখচিত আকাশ থেকে কী ঝরবে না- আগুন
১০. মুহূর্তের অগ্নুৎপাত কোথায় ঘটে- মানব বসতি বুকে
১১.ভালোবাসা মানুষকে কী করে- সমাবিষ্ট
১২.ভালোবাসা কাকে নিশ্চিহ্ন করে - আধিপত্যের লোভকে
১৩. আমাদের চেতনা জুড়ে আর্তনাদ করবে না - পঙ্গু বিকৃতরা
১৪. ভালোবাসা উত্তোলিত হলে বার বার বিধ্বস্ত হবে না - ট্রয়নগরী
১৫. কবি কেমন অস্ত্রের প্রত্যাশী - অবিনাশী অস্ত্রেরর
১৬.কবি আমোঘ অস্ত্র ভালোবাসা, ব্যাপ্ত করতে বলেছেন কোথায় - পৃথিবীতে

Post a Comment

0 Comments