![]() |
১০০ এর নিচের সংখ্যা এর বর্গের সহজ নিয়ম |
শেষে ০ থাকলে সামনের ডিজিটের স্কয়ার করে শেষে ০০ বসাতে হবে।
উদাহরণ : ৬০^২=৩৬০০.
যদি শেষে ১ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ১যোগ করে আরেকবার ১ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ১ বসাতে হবে।
উদাহরণ : ৩১^২; ৩০*৩২=৯৬০; সুতরাং উত্তর হবে ৯৬১।
যদি শেষে ২ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ২ যোগ করে আরেকবার ২ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ৪ বসাতে হবে।
উদাহরণ : ৩২^২; ৩০*৩৪=১০২০; সুতরাং উত্তর হবে ১০২৪
যদি শেষে ৩ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ৩ যোগ করে আরেকবার ৩ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ৯ বসাতে হবে।
উদাহরণ : ৩৩^২; ৩০*৩৬=১০৮০; সুতরাং উত্তর হবে ১০৮৯
যদি শেষে ৪ থাকে তাহলে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করে শেষে ২থাকলে রুল 3. আর শেষে ৭ থাকলে রুল 8. অনুসরণ করে স্কয়ার বের করে ৪ দিয়ে গুন করলেই উত্তর চলে আসবে।
উদাহরণ : ৩৪^২; ৩৪÷২=১৭; ১৭^২=২৮৯. সুতরাং উত্তর হবে ২৮৯*৪=১১৫৬.(গুন করার সহজ নিয়ম পরে আলাদা পোষ্ট দেয়া হবে।)
যদি শেষে ৫ থাকে তাহলে সংখ্যাটির প্রথম ডিজিটকে তার পরের ক্রমিক সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত সংখ্যার শেষে ২৫ বসালেই চলবে।
উদাহরণ : ৫৫^২; ৫*৬=৩০; সুতরাং উত্তর হবে ৩০২৫.
যদি শেষে ৬ থাকে তাহলে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করে শেষে ৩ থাকলে রুল 4. আর শেষে ৮ থাকলে রুল 9. অনুসরণ করে স্কয়ার বের করে ৪ দিয়ে গুন করলেই উত্তর চলে আসবে।
উদাহরণ : ৪৬^২; ৪৬÷২=২৩; ২৩^২=৫২৯ সুতরাং উত্তর হবে ৫২৯*৪=২১১৬
যদি শেষে ৭ থাকে তাহলে 4. নাম্বার রুল অনুসরণ করুন।
উদাহরণ : ৩৭^২; ৩৪*৪০=১৩৬০; সুতরাং উত্তর হবে ১৩৬৯
যদি শেষে ৮ থাকে তাহলে 3. নাম্বার রুল অনুসরণ করুন।
উদাহরণ : ৪৮^২; ৪৬*৫০=২৩০০ সুতরাং উত্তর হবে ২৩০৪
যদি শেষে ৯ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ১যোগ করে আরেকবার ১ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ১ বসাতে হবে।
উদাহরণ : ৯৯^২; ৯৮*১০০=৯৮০০; সুতরাং উত্তর হবে ৯৮০১।
0 Comments