১।আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তরঃ- সিলভারের
২।আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তরঃ- কঠিন অবস্থায়
৩।আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তরঃ- কয়লা
৪।আলোর গতির আবিস্কারক কে ?
উত্তরঃ- এ মাইকেলসন
৫।ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তরঃ- অগ্নাশয়ে
৬।ইন্টারফেরন কি?
উত্তরঃ- ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি
যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৭।ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তরঃ- জন থম্পসন।
৮।ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তরঃ- কার্বন
৯।ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তরঃ- ০.১৫ – ১.৫ %
১০।উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তরঃ- মাংশ
১১।উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তরঃ- গ্রাফাইট
১২।‘উড স্পিরিট ‘ কী ?
উত্তরঃ- মিথাইল এলকোহল
১৩।উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তরঃ- ট্যাকমিটার
১৪।উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
উত্তরঃ- থিও ফ্রাসটাস
১৫।উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তরঃ- Cycas .
১৬।উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তরঃ- ফুল
১৭।একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তরঃ- ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক
অ্যাসিড
১৮।এটম বোমা কে আবিস্কার করেন ? উত্তরঃ-
অটোহ্যান
১৯।এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি
হয় ? উত্তরঃ- আমাশয়
২০।এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া >উত্তরঃ-
ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
২১।কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
উত্তরঃ- ক্যালসিয়াম অক্্রলিক
২২।কচু শাকে কি বেশি থাকে ?
উত্তরঃ- লৌহ
২৩।কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত
হয় ? উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে
২৪।কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ- ক্যাফেইন
২৫।কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তরঃ- এসকরবিক অ্যাসিড
২৬।কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তরঃ- বাড়ে
২৭। কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তরঃ- হাওয়ার্ড এইকিন
২৮।কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তরঃ- ৩ টি
২৯।কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ- করপিক্রিন
৩০।কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তরঃ- বালি
৩১।কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ
কোনটি?
উত্তরঃ-ইন্টারফেরণ প্রয়োগ
৩২।কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উত্তরঃ- সিনকোনা
৩৩।কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উত্তরঃ- উইলিয়াম গে ওয়ালটার
৩৪।কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন
জিন?উত্তরঃ- বেটসন ( ১৯০৮ সালে।
৩৫।কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তরঃ- ত্বকের
৩৬।কোন অধাতু বিদ্যুত পরিবাহী ? উত্তরঃ- গ্রাফাইট
৩৭।কোন উদ্ভিদ আমিষ?উত্তরঃ- ডাল
৩৮।কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া
দেওয়া হয়?
উত্তরঃ-লাইগেজ।
৩৯।কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তরঃ- এবি গ্রুপ কে
৪০।কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তরঃ- ও গ্রুপ
৪১।কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? উত্তরঃ-
গরুর
৪২।কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তরঃ- শুশুক .
৪৩।কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? উত্তরঃ-
তামা
৪৪।কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে
পারে ? উত্তরঃ- পুরুষ
৪৫।কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তরঃ- কঠিন মাধ্যমে
৪৬। মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল
থাকে ? উত্তরঃ- ব্রোমিন
৪৭।কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল
থাকে ? উত্তরঃ- পারদ
৪৮।কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তরঃ- কালো
৪৯।কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? উত্তরঃ-
প্লাটিপাস
৫০।কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তরঃ- পরমানুর প্রোটন সংখ্যা.
0 Comments