ক্যালকুলেটর ছাড়া pH নির্ণয়ের সহজ টেকনিক

🔍 001 M HCl এর pH কত ?
Ans : -log (.001)
⇒ 3

টেকনিক:
যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1 থাকে তবে দশমিকের
পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত।
0.001 এখানে দশমিকের পর তিন ঘর আছে তাই এর pH 3.

🔍 005 M H²SO⁴ এর pH কত ?
⇒ -log (0.005 x 2)
⇒ -log (.01)
⇒ 2

0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে তাই এর pH 2.

বি. দ্র. : H2SO4 এ যেহেতু ২টি H তাই .005 কে 2 দ্বারা গুণ
করা হয়েছে ।

Post a Comment

0 Comments