সার্ক - SAARC (SOUTH ASAIN ASSOCIATION FOR REGIONAL CO-OPERATION)

সার্ক (SAARC)
→ SAARC এর পূর্ণরূপ : SOUTH ASAIN ASSOCIATION FOR REGIONAL CO-OPERATION.
→ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় : ৮ ডিসেম্বর ১৯৮৫।
→ সার্কের রুপকার : বাংলাদেশের শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
→ সদস্য সংখ্যা : গঠনকালিন ছিলো ৭ টি (বর্তমানে ৮টি) ।
→ সদস্য দেশ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, নেপাল ও আফগানিস্তান।
→ সদর দপ্তর : নেপালের রাজধানী কাঠমুন্ডু।
→ প্রথম চেয়ারম্যান : হুসাইন মুহাম্মদ এরশাদ।
→ বর্তমান মহাসচিব : অর্জুন বাহাদুর থাপা(১৩ তম) ।
→ প্রথম মহাসচিব : আবুল আহসান (বাংলাদেশ) ।
→ মৌলিক উদ্দেশ্য : ৭ টি।
→ আফগানিস্তান সার্কে যোগ দেয় : ২০০৭ সালে।

Post a Comment

0 Comments