★★★ উপন্যাসঃ ২৪টি
==============
⇨ ছন্দঃ “বড়দিদি ও মেজদিদির সাথে দেবদাস ও বিপ্রদাসের চরিত্রহীনতার জন্য
পল্লীসমাজ ও পন্ডিতমশাই তাদের গৃহদাহ করল৷ কিন্তু বিন্দুর ছেলে চন্দ্রনাথ, শ্রীকান্ত
ও শুভদা বামুনের মেয়ে দত্তাকে বৈকুন্ঠের
উইল করে এবং অরক্ষণীয়া বিরাজবৌকে পরিণীতা হিসেবে গ্রহণ করে তাদের পথের দাবী তুলে নিয়ে দেনা-পাওনা মিটিয়ে
নববিধানে নিষ্কৃতি দিয়ে শেষ প্রশ্নের শেষের পরিচয় দিল৷”
☞ ব্যাখ্যাঃ বড়দিদি(১ম উপন্যাস), মেজদিদি, দেবদাস, বিপ্রদাস, চরিত্রহীন, পল্লীসমাজ, পন্ডিতমশাই, গৃহদাহ, বিন্দুরছেলে, চন্দ্রনাথ, শ্রীকান্ত, শুভদা, বামুনের মেয়ে, দত্তা, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া, বিরাজবৌ, পরিণীতা, পথের-দাবী, দেনা-পাওনা, নববিধান, নিষ্কৃতি,
শেষ প্রশ্ন, শেষের পরিচয় (শেষ উপন্যাস)৷
★★★ ছোটগল্পঃ ১১টি
===============
⇨ ছন্দঃ “মন্দিরে একাদশীর বৈরাগ্য ও কাশিনাথের মামলার ফলে বিলাসী, সতী ও ছবি অভাগীর স্বর্গ খুলল এবং মহেশ, পরেশ ও রামের সুমতি হল।”
☞ ব্যাখ্যাঃ মন্দির(১ম ছোটগল্প), একাদশীর বৈরাগ্য, কাশিনাথ, মামলার
ফল, বিলাসী, সতী, ছবি, অভাগীর স্বর্গ,
মহেশ, পরেশ, রামের সুমতি।
★★★ নাটকঃ ৪টি
===============
⇨ ছন্দঃ “ষোড়শী ‘রমা’ হিসেবে বিজয়া হলেন বিরাজবৌ৷”
[বিঃদ্রঃ ‘রমা’ শব্দের
মানে সুন্দরী]
☞ ব্যাখ্যাঃ ষোড়শী, রমা, বিজয়া, বিরাজবৌ৷
★★★ প্রবন্ধ: ১২টি
===============
⇨ছন্দঃ “স্বদেশ ও সাহিত্যে, সাহিত্য ও নীতিতে, সাহিত্যে আর্ট ও দুর্নীতির ফলে,
স্বরাজ সাধনায় নারী ও নারীর মূল্য বিনষ্ট
হওয়ায় এবং গুরু-শিষ্য সংবাদের স্মৃতিকথায় শিক্ষার বিরোধ ফলে ভবিষ্যৎ বঙ্গ- সাহিত্য অভিনন্দিত হচ্ছে না বলে ভারতীয় উচ্চ সঙ্গীতের মত তরুণেরা বিদ্রোহ করছে।”
☞ ব্যাখ্যাঃ স্বদেশ ও সাহিত্য, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, স্বরাজ
সাধনায় নারী, নারীর মূল্য, গুরু-শিষ্য সংবাদ, স্মৃতিকথা, শিক্ষার বিরোধ, ভবিষ্যৎ বঙ্গ- সাহিত্য, অভিনন্দন, ভারতীয় উচ্চ সঙ্গীত, তরুণের বিদ্রোহ৷
0 Comments