১. রবীন্দ্রনাথ ঠাকুরঃ গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী।

২. প্রভাতকুমারঃ  ষোড়শী (১৯০৬), গল্পবীথি, (১৯১৬), গল্পাঞ্জলী (১৯১৩), নূতন বউ (১৯২৯)

৩. সৈয়দ ওয়ালীউল্লাহঃ দুই তীর (১৯৬৫), নয়নচারা (১৯৫১)

৪. জহির রায়হানঃ  সূর্য গ্রহন (১৯৫৫)।

৫. সৈয়দ শামসুল হকঃ  আনন্দের মৃত্যু (১৯৬৭), শীতের সকাল (১৯৫৯)।

৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ  বিন্দুর ছেলে(১৯১৪), ছবি (১৯২০), মেজদিদি (১৯১৫), কাশীনাথ স্বামী ইত্যাদি।

৭. শওকত ওসমানঃ  জুনু আপা ও অন্যান্য (১৯৫১), প্রস্তর ফলক (১৯৬৪)।

৮. অন্নদাশঙ্কর রায়ঃ  প্রকৃতি পরিহাস (১৯৩৪), মনপবন (১৯৪৬), যৌবন জ্বালা (১৯৫০), কামিনী কাঞ্চন(১৯৫৪)

৯. অচিন্ত্য কুমার সেনগুপ্তঃ  টুটা-ফাটা, আকাশ বসন্ত, হাড়ি মুচি ডোম, কাঠ খড় কেরোসিন, চাষাভুষা, ইতি, অধিবাস, একরাত্রি, ডবলডেকার।

১০. আবুল মনসুর আহমেদঃ  আয়না (১৯৩৫), ফুড কনফারেন্স (১৯৪০), আসমানী পর্দা (১৯৬৪), গ্যালিভারের সফরনামা।

১১. আবুল ফজলঃ  মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা।

১২. আকবর হোসেনঃ  আলোছায়া (১৯৬৪)

১৩. আবু রুশদঃ  শাড়ী-বাড়ী- গাড়ী, স্বনির্বাচিত গল্প, প্রথম যৌবন, মহেন্দ্র, মিষ্টান্ন ভান্ডার।

১৪. আবদুল হকঃ রোকেয়ার নিজের বাড়ী(১৯৬৭)।

১৫. আবদুস শাকুতঃ  এপিটাফ, ক্ষীয়মান,ধস।

১৬. সরদার জয়েন উদ্দীনঃ  নয়ন ঢুলী (১৯৫২), খরস্রোতা (১৯৫৫), অষ্টমপ্রহর (১৯৭৩)।

১৭. আবু ইসহাকঃ  মহপতঙ্গ (১৯৫৩), হারেম (১৯৬২)।

১৮. শামসুদ্দীন আবুল কালামঃ  ঢেউ (১৯৫৩), পথ জানা নেই (১৯৫৩), শাহের বানু (১৯৫৭)।

১৯. আলাউদ্দিন আল আজাদঃ  অন্ধকার সিঁড়ি (১৯৫৮), জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১)।

২০. আবুল কালাম মঞ্জর মোরশেদঃ  সম্রাজ্ঞীর নাম

২১. আহমেদ রফিকঃ  অনেক রঙের আকাশ

২২. আবদুল গাফফার চৌধুরীঃ  কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর।

২৩. আবদুল মান্নান সৈয়দঃ  সত্যের মত বদমাস, চল যাই পরোক্ষ, মৃত্যুর অধিক লাল ক্ষুধা।

২৪. আখতারুজ্জমান ইলিয়াসঃ  অন্যঘরের অন্যস্বর (১৯৭৬), খোয়ারী (১৯৮২), দুধে ভাতে উৎপাত।
ইব্রাহিম খাঁ লক্ষ্মী পেচা, মানুষ।

২৫. আবুল খায়ের মুসলেহ উদ্দিনঃ  চিরকুট, ওম শান্তি, শালবনের রাজা, নল খাগড়ার সাপ, নেপথ্য নাটক, নিষিদ্ধ শহর, নির্বাচিত গল্প।

২৬. আল মাহমুদঃ  পানকৌড়ির রক্ত

২৭. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যয়ঃ মজার গল্প, ভুত ও মানুষ, কঙ্কাবতী, মুক্তামালা, ফোকলা দিগম্বর, ডমরু চরিত।

২৮. কাজী নজরুল ইসলামঃ ব্যথার দান, (১৯২২), রিক্তের বেদন(১৯২৫), শিউলী মালা (১৯৩১)

২৯. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যয়ঃ রিয়ালিষ্ট (১৯৩০), অন্তঃশীলা (১৯৩৫)।

৩০. প্রমথ চৌধুরীঃ চার ইয়ারী কথা(১৯১৬), গল্প সংগ্রহ