স্কুলভর্তির আবেদন শুরু ১৬ নভেম্বর, বিজ্ঞপ্তি প্রকাশ

 দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইনে আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। সব সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা যাবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির লটারি ও ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর ২০২৩ খ্রিষ্টাব্দে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারণ করা হয়েছে ছয় বছরের বেশি। 

এসব তথ্য জানিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে  (http://gsa.teletalk.com.bd) প্রবেশ করে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তির জন্য কোনো ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন ফিয়ের ১১০ টাকা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে। 

Post a Comment

0 Comments