সকাল বেলা নিউজপেপার বা মানুষের ফেসবুক স্ট্যাটাস পড়ার চেয়ে যদি সকালে অনুপ্রেরণামূলক কিছু পড়া যায় – তাহলে দিনটা অনেক বেশি ভালো যায়।

লেখক বলেন, সবচেয়ে ভালো হয় সেলফ ডেভেলপমেন্ট টাইপের বই পড়লে। এসব বইতে সব সময়েই ভালো ভালো কথা লেখা থাকে, যা আসলেই বাস্তব জীবনে কাজে লাগে। ডেল কার্নেগীর “হাউ টু উইন ফ্রেন্ডস” বা রবার্ট কিওসাকির “রিচ ড্যাড পুওর ড্যাড” – এই ধরনের বইগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অনেক কার্যকর কৌশল শিখিয়ে থাকে।

এছাড়াও ধর্মগ্রন্থ বা মোটিভেশনাল উক্তি যেমন, ধৈর্য নিয়ে উক্তি,  অথবা হার না মানা উক্তি – এসব পড়তে পারেন। সেইসাথে মোটিভেশনাল অডিও শুনতে পারেন। এগুলো দিনের শুরুতে আপনাকে দারুন পজিটিভ মনোভাব এনে দেবে।