"রক্তে আমার অনাদি অস্থি" কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য (এইচএসসি)

কবিতা- রক্তে আমার অনাদি অস্থি

১. চরণ সংখ্যা - ২৪
২. নদীর নাম ৬ টি
৩. সাগর- বঙ্গোপসাগর
৪. কবিতাটি উৎসর্গ করা হয়েছে - কবীর চৌধরীকে
৫. কবি কার যৌবন চান- পদ্মার
৬. কবি কার প্রেম চান - যমুনার
৭. সুরমা নদীর পলিকে কবি কী বলেন - গলিত হেম
৮. হেম অর্থ- সুবর্ণ, সোনা
৯. "কাজল বুক "কোন নদীর - সুরমা নদীর
১০. কবিতায় উল্লেখিত, "গণমানবের তুলি " কে - কবি নিজে
১১. "তোমার বুকে আমি নিরবধি "এ বাক্যে তোমাদের বলতে বুঝানো হয়েছে - নদীকে
১২.কবির মতে চারদিকে কী খেলা করে - বিচিত্র জীবনের রং
১৩.কোনটি বাঁকে বাঁকে ঘুরে - মুগ্ধ মরণ
১৪.কবি দিলওয়ার তার প্রাণ স্বপ্নকে কোথায় রেখেছেন - বঙ্গোপসাগর
১৫. কবি তার ত্রোূধকে তুলনা করেন- ভয়াল ঘূর্ণির সাথে
১৬. নরদানবের মুখে কী বোঝাই - প্রাণের জাহাজ
১৭. অস্থি শব্দের অর্থ- হাড়.

Post a Comment

0 Comments